মোঃ গোলাম আরিফঃ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনা’য় নতুন উপপরিচালক হিসেবে যোগদান করেছেন কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম প্রামানিক। তিনি বিসিএস কৃষি ক্যাডারের ২২ ব্যাচের একজন অফিসার। আজ রবিবার ০৯ মার্চ ২০২৫ খ্রি. তারিখ পূর্বাহ্ণে উপপরিচালক, পাবনা পদে যোগদান করেন।
এদিকে নবাগত উপপরিচালক এর যোগদান উপলক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনা জেলার সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারী ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন। পরবর্তীতে নবাগত উপপরিচালক তার কক্ষে কর্মকর্তা ও কর্মচারীদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেন। এসময় তিনি কৃষিতে সমৃদ্ধ পাবনা জেলার কথা উল্লেখ করেন। এই সমৃদ্ধিকে সামনের দিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। এজন্য সকলের দলগত কার্যক্রম ও সার্বিক সহযোগীতা কামনা করেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনা’য় উপপরিচালক হিসেবে যোগদানের আগে কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম প্রামানিক উপপরিচালক, উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র, হিলি স্থলবন্দর, দিনাজপুর-এ কর্মরত ছিলেন।