এগ্রিলাইফ২৪ ডটকম: দেশে দুধ ও মাংসের চাহিদা পূরণের লক্ষ্য নিয়ে এসিআই এনিমেল জেনেটিক্সের আয়োজনে রংপুরে অনুষ্ঠিত হলো প্রজেনী শো। জেলার বদরগঞ্জ উপজেলার শাহাপুর মাঠে প্রায় ২০০ জন ডেয়রী খামারিরা প্রজেনী শো-তে অংশগ্রহণ করেন। মেলায় অংশ নিয়ে উন্নত জাতের বাছুর লালন পালনে করে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার কথা জানিয়েছেন খামারিরা। প্রায় ৩০ টি স্টল করে বিভিন্ন জাতের গুণগত মানসম্পন্ন বাছুর প্রদর্শন করা এ শোতে।
বুধবার (১৭ জানুয়ারি)- অনুষ্ঠিত এ প্রোজেনী শোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ আজমল হুদা তপন। এসিআই এনিমেল জেনেটিক্সের বিজনেস ডিরেক্টর মোজাফফর উদ্দিন আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই এনিমেল জেনেটিক্সের চীফ এডভাইজার ডা. অরবিন্দ কুমার সাহা, বদরগঞ্জ উপজেলা ভেটেরিনারি সার্জন ডা, মুসা মিয়া।
এ সময় মাঠে কৃত্রিম প্রজনন ও ব্যবস্থাপনা বিষয়ক কারিগরি কর্মশালার আয়োজনও করে এসিআই এনিমেল জেনেটিক্স। প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা জানান দেশে দুধ ও মাংসের চাহিদা মেটাতে উন্নত জাতের বাছুর পালনের গুরুত্ব অপরিসীম। সে লক্ষে এসিআই এনিমেল জেনেটিক্স দেশের প্রান্তিক পর্যায়ে যে কার্যক্রম হাতে নিয়েছে তা নি:সন্দেহে প্রশংসার দাবী রাখে। দেশে ডেয়রী শিল্পের উন্নয়নে এসিআই এর অবদান প্রাণিসম্পদ অধিদপ্তরকে অনেক সমৃদ্ধ করেছে বলে জানান উপস্থিত প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা।
বিগত সাড়ে চার বছরে দেশের প্রান্তিক পর্যায়ের খামারীদের স্বপ্ন বাস্তবায়ন করার পাশাপাশি ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে এসিআই এনিমেল জেনেটিক্স। ভালো মানের বাছুর পালনে খামারীদেরকে আগ্রহ সৃষ্টির পাশাপাশি সরেজমিনে ডেয়রী প্রতি পালনের নানা করিগরী বিষয়গুলি উপস্থাপন করাই প্রোজেনী শো'র মূল উদ্দেশ্য বলে জানান মোজাফফরউদ্দিন।
উপস্থিত জনপ্রতিনিধিগণ বলেন, দেশের প্রান্তিক পর্যায়ের বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে এসিআই যে অবদান রাখছে তা প্রান্তিক পর্যায়ের চিত্রটাই পাল্টে দিবে। দর্শনার্থী ও খামারিরা এ শো তে অংশ নিয়ে উন্নত জাতের বাছুর উৎপাদনের আধুনিক কলা কৌশল সম্পর্কে প্রশিক্ষণ গ্রহণ করেন।
দিনব্যাপি এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার ডা. মনিরুজ্জামান, প্রোডাক্ট এক্সিকিউটিভ কৃষিবিদ তুখলিফুল মিয়াদ মঈন, প্রোডাক্ট এক্সিকিউটিভ ডা.মাহবুবুর রহমান সহ কোম্পানীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় লাইভস্টক এসিসট্যান্টবৃন্দ।