এগ্রিলাইফ২৪ ডটকম:আজ রবিবার ১৬ অক্টোবর বিশ্ব খাদ্য দিবস ২০২২। এবারের প্রতিপাদ্য-“কাউকে পশ্চাতে রেখে নয়। ভালো উৎপাদনে উত্তম পুষ্টি, সুরক্ষিত পরিবেশ এবং উন্নত জীবন”। (Leave no one behind. Better production, better nutrition, a better environment and a better life.”)
প্রতিবছরের মতো এবছরও কৃষি মন্ত্রণালয় দিবসটি উদযাপনের জন্য বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করেছে। তবে এবার দেশে ১৭ অক্টোবর তারিখে বিশ্ব খাদ্য দিবস পালন করবে কৃষি মন্ত্রণালয়।
১৭ তারিখ সকাল ১০ টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব খাদ্য দিবসের মূল প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। এতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন। এছাড়া, কৃষিমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে খাদ্যমন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মতিয়া চৌধুরী, এফএওর বাংলাদেশ প্রতিনিধি রবার্ট সিম্পসন প্রমুখ উপস্থিত থাকবেন।
এরপর দুপুর ১২ টায় একই স্থানে কারিগরি সেশন/ সেমিনার অনুষ্ঠিত হবে। এতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।