রাজধানী প্রতিনিধি:চতুর্থ শিল্প বিপ্লবের যুগে কৃষিকে নতুন মাত্রা দিতে কৃষিতত্ত্ববিদদের ভূমিকা অনেক। কৃষির সকল ক্ষেত্রে IOT, Big Data, Robotics, Al এবং Nano Technology ব্যবহারের ফলে কৃষিতে আমুল পরিবর্তন ঘটানোর সুযোগ সৃষ্টি হয়েছে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে আমাদের সামনে খাদ্য উৎপাদনের একটি বিশাল চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। তাই গতানুগতিক কৃষির ধারা থেকে বেরিয়ে আমাদেরকে বানিজ্যিক কৃষির দিকে মনোনিবেশ করতে হবে সেজন্য প্রয়োজন নতুন ও স্মার্ট প্রযুক্তি প্রয়োগ।
শনিবার (৫ নভেম্বর) রাজধানীর ফার্মগেটস্থ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে Bangladesh Society of Agronomy (BSA)-এর সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে দেশের খ্যাতনামা কৃষিতত্ত্ববিদরা এসব কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। সমিতির সভাপতি ড. নুর আহমেদ খন্দকার-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কৃষি বিজ্ঞানী এবং আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি)-এর সাবেক প্রতিনিধি ড. মো: জয়নুল আবেদীন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় গাজীপুরের উপাচার্জ প্রফেসর ড. মোঃ গিয়াস উদ্দিন মিয়া এবং সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই এগ্রিবিজনেসেস-এর প্রেসিডেন্ট ড. এফ এইচ আনসারী।
প্রধান অতিথি বলেন, আমাদের প্রয়োজনীয় কৃষি পণ্য উৎপাদনে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। জনসংখ্যার আধিক্য আমাদের দেশে সবচেয়ে বড় একটি বড় অন্তরায়। আমরা কৃষিতে অনেক এগিয়েছি সত্য। মৎস্য, পোল্ট্রি ,সবজি, ফল উৎপাদনে আমরা ভালো করলেও দানাদার শস্য, ডাল, তেল, পিঁয়াজ এগুলিতে এখনও আমদানি করতে হয়।
মন্ত্রী বলেন এখন আমাদের বৃহৎ আকারের বাণিজ্যিক কৃষিতে যেতে হবে। গ্রীন হাউজ প্রযুক্তি কে কাজে লাগিয়ে আমাদের শস্য উৎপাদন করতে হবে। কৃষি হবে আমাদের মূল ভিত্তি। খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে হলে আমাদের কৃষির সকলক্ষেত্রে রূপান্তর ঘটাতে হবে। বর্তমান কৃষিবান্ধব সরকার কৃষিতে সর্বোচ্চ সহযোগিতা দিয়ে যাচ্ছে যোগ করেন মন্ত্রী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য করেন প্রদান করেন সোসাইটির সাধারণ সম্পাদক ড. মোঃ ওমর আলী। মূল প্রবন্ধ "Future Agronomy Towards Agriculture 4.0" উপস্থাপন করেন প্রফেসর ড. মীর্জা হাসানুজ্জামান।
সুবর্ণ জয়ন্তী ও সোসাইটির ২১ তম সম্মেলন উপলক্ষে অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটি অব এগ্রোনমী পুরস্কারে ভূষিত করা হয় চারজন গুণী কৃষিতত্ত্ববিদকে। BSA এওয়ার্ড প্রাপ্তরা হলেন ড. আব্দুল করিম, প্রফেসর ড. নূর হোসেন মিয়া, প্রফেসর ড পরিমল কান্তি বিশ্বাস ও ড. রিনা রানী সাহা।
এর আগে বেলুন উড়িয়ে সুবর্ণ জয়ন্তী অনুস্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন সমিতির সহ-সভাপতি ড. এ কে এম রুহুল আমিন। অনুষ্ঠানে দুইটি কারিগরি স্টেশনে মোট ২৫ টি পেপার উপস্থাপন করা হয়। অনু্ষ্ঠানের বাড়তি আকর্ষণ ছিল চমৎকার র্যাফেল ড্র।