বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে প্রাণিসম্পদের উন্নয়নে ৫ম CEVET সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ

এগ্রিলাইফ২৪ ডটকম:নিরাপদ দুধ-ডিম-মাংস উৎপাদনে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে দেশের সরকারী-বেসরকারী সকল পর্যায়ে কর্মরত ভেটেরিনারিয়ানরা। একটি সুস্থ এবং মেধাবী জাতি গড়তে প্রাণিজ প্রোটিনের কোন বিকল্প নাই। কাজেই উৎপাদন থেকে খাবার টেবিল পর্যন্ত সকল পর্যায়ে ভেটেরিনারিয়ানদের জ্ঞান-বিজ্ঞানের প্রতিটি ক্ষেত্রে নিজেকে আপ-টু-ডেট রাখতে হবে। বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় প্রাণিসম্পদের উন্নয়নে এ ধরনের সম্মেলন খুবই অর্থবহ।

পঞ্চমবারের মত কক্সবাজারে শুরু হওয়া তিন দিন ব্যাপী আন্তর্জাতিক মানের Continuing Education for the Veterinarians of Bangladesh (CEVET) সম্মেলনের ২য় দিনে (১৯ নভেম্বর) এসব বিষয়গুলি তুলে ধরলেন দেশ-বিদেশের বিভিন্ন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভেটেরিনারিয়ানরা। দিনব্যাপি কারিগরী কর্মশালায় তারা বলেন, একজন ভেটেরিনারিয়ানতার পেশাগত ক্ষেত্রে অগ্রগতির রাখতে হলে তাকে অবশ্যই দক্ষতা অর্জন করতে হবে। জ্ঞান-বিজ্ঞানের প্রতিটি শাখায় তাকে পারদর্শী হতে হবে। তাহলেই নিজের উন্নতির সাথে সাথে দেশ ও দশের উন্নতি করতে পারবেন ভেটেরিনারিয়ানরা।



পর্যটন নগরী কক্সবাজারে পঞ্চমবারের মত CEVET সম্মেলনটি প্রাণিসম্পদ অধিদপ্তর (DLS), ন্যাশনাল ভেটেরিনারি ডিন কাউন্সিল (NVDC), বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল (BVC), বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশন (BVA), এবং বাংলাদেশ কলেজ অব ভেটেরিনারি সার্জনস (BCVS) সম্মেলনটি যৌথভাবে আয়োজন করেছে।সম্মেলন আয়োজনে কারিগরি সহায়তা দিচ্ছে এফএও বাংলাদেশ

ভেটেরিনারি বিশেষজ্ঞরা চারটি বিষয়ের উপর আলোচনা করেন। এগুলি হলো "Poultry Health and Production", "Dairy Health and Production",  "Companion Animal Medicine and Surgery" "এবং "Epidemiology and One Health".

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা.মনজুর মোহাম্মদ শাহজাদা আজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কারিগরী পেপার উপস্থাপনা করেন Emily Burton, Geoff Walker, Jean-Pierre Vaillancourt, Christian Grund, Eugene White, Eugene White, Katie McDermott, Aziz Siddiqui,Colin McDermott,Angel Almendros, Sawkat AnwerElly Hiby, Nasrin Sultana Juyena, Angel Almendros, Anna Czupryna, Nadia Rimi, Deborah Linder-এর মত বিশ্বের খ্যাতনামা ভেটেরিনারি বিশেষজ্ঞরা।



দিনের শেষ দিকে Plenary Lectures: One Health and regulatory perspective অনুষ্ঠিত হয়। এখানে "Health hazards at the human-animal-environmental interface and beyond" শীর্ষক পেপার উপস্থাপন করেন Nitish Debnath এবং "Transition of the Department of Livestock Services in the context of One Health"-এর উপর বক্তব্য উপস্থাপন করেন Md. Rafiqul Islam।

এছাড়া Poster presentation and Exhibition-এর আয়োজন ছিল আজকের সমম্মেলনে। এর পাশাপাশি Recorded presentation: Basic surgical principles, Nina Lorenz (Companion Animal Medicine and Surgery) প্রদর্শন করা হয়।

BVA mifndyh ডঃ মুহাম্মদ হাবিবুর রহমান মোল্লা এগ্রিলাইফ২৪ ডটকম-কে জানান "Animal Pandemic Preparedness and Challenges" এ প্রতিপাদ্যকে কেন্দ্র করে সম্মেলনে দেশ-বিদেশের বরেণ্য নবীন-প্রবীণ মিলে প্রায় সাতশতাধিক ভেটেরিনারিয়ান অংশগ্রহণ করছেন। পোল্ট্রি-ডেইরি উৎপাদন থেকে এর সাথে সংশ্লিস্ট নানা কারিগরী বিষয়ের উপর বিভিন্ন রকম যুগোপযোগী প্রশিক্ষণে অংশগ্রহন করছেন তারা। বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় এবারের সম্মেলনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান তিনি।