এগ্রিলাইফ২৪ ডটকম: সম্প্রতি নেত্রকোনা জেলার বারহাট্টা অফিসে আরএমটিপি প্রকল্পের "প্রকল্পের স্টাফ ও কারিগরি কমিটির ত্রৈমাসিক সমন্বয় মিটিং” কমিটির সকল সদস্যের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব সুমন কুমার হালদার (যুগ্ম পরিচালক) প্রধান কার্যালয়, ডিএসকে। জনাব মোঃ রুহুন আমিন (সহকারি-পরিচালক) এর উপস্থাপনায় সকলের পরিচিতি পর্বের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়।
Rural Microenterprise Transformation Project (RMTP) "নিরাপদ পোল্ট্রি ও পোল্ট্রিজাত পণ্যের বাজার উন্নয়ন" শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় মাংস প্রক্রিয়াজাত প্লান্ট, গাক এনজিও কর্ম এলাকায় আরএমটিপি কার্যক্রম পরিদর্শন, আরএমটিপি ঋণের বিস্তারিত নিয়ে আলোচনা করা হয়। এছাড়া প্রকল্পের আওতায় বিতরনকৃত অনুদান সঠিক ভাবে দেখভাল করার নির্দেশনা প্রদান করা হয়। মাংস প্রক্রিয়াজাত প্লান্ট নিয়ে উদোক্তা পর্যায়ে যোগাযোগ বৃদ্ধির পরামর্শ দেয়া হয়।
সভায় প্রবাল রায়, (ফিন্যান্স, এডমিন ও প্রকিউরমেন্ট অফিসার), প্রকল্প ব্যবস্থাপক (RMTP) ডা. ঐশ্বর্য মজুমদার, রাখাল চন্দ্র সূত্রধর, আঞ্চলিক ব্যবস্থাপক সুনামগঞ্জ, শরীয়তউল্লাহ, আঞ্চলিক ব্যবস্থাপক নাজিরপুর ২, ফাহিম আল নূর বিজনেস ডেভলপমেন্ট অফিসার (RMTP), রিপন পাল বিজনেস ডেভলপমেন্ট অফিসার {RMTP) প্রমুথ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, আরএমটিপি পোল্ট্রি প্রকল্পটি মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছেন দু:স্থ স্বাস্থ্য কেন্দ্র এবং সার্বিক সহযোগিতায় পল্লী কর্ম -সহায়ক ফাউন্ডেশন।