এগ্রিলাইফ২৪ ডটকম:প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক-এর দায়িত্ব পাওয়ায় ডা. মো. রেয়াজুল হক-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে এসিআই এনিম্যাল জেনেটিক্স। রবিবার (৩ মার্চ) বিকেলে অধিদপ্তর-এর মহাপরিচালক-এর কার্যালয়ে মহাপরিচালক ডা. মো. রেয়াজুল হক-কে কোম্পানীর উচ্চ পর্যায়ের কমকর্তারা শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এসময় নবনিযুক্ত মহাপরিচালক গবাদি প্রাণির জাত উন্নয়নে সরকারের পাশাপাশি এসিআই এনিম্যাল জেনেটিক্স-এর অবদানের ভূয়সী প্রশংসা করেন। আগামী দিনে তাদের সাথে সুসম্পর্ক আরও জোরদার হবে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি। ডেয়রী সেক্টরের উন্নয়নে সকলকে এগিয়ে আসার জন্য আহবান জানান প্রাণিসম্পদ অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক ডা. মো. রেয়াজুল হক ।
সাক্ষাৎকালে এসিআই এনিমেল জেনেটিক্সের চিফ এ্যাডভাইজার ডা. অরবিন্দ কুমার সাহা, এডভাইজার ডা. হীরেশ রঞ্জন ভৌমিক, এসিআই এনিমেল হেলথ-এর চীফ টেকনিক্যাল এডভাইজার ডা. এম এ ছালেক, এসিআই এনিমেল জেনেটিক্সের বিজনেস ডিরেক্টর মোজাফফর উদ্দিন আহমেদ, এসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার ডা. মনিরুজ্জামান, প্রোডাক্ট এক্সিকিউটিভ কৃষিবিদ তুখলিফুল মিয়াদ মঈন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।। তারা নবনিযুক্ত মহাপরিচালক-এর উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘজীবন কামনা করেন।