এগ্রিলাইফ২৪ ডটকম:পরপারে চলে গেলেন সদা হাস্যজ্জল একজন তরুণ কৃষি বিজ্ঞানী কৃষিবিদ ড. আরিফুর রহমান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু অবধারিত, একদিন মৃত্যুর কড়াল গ্রাস সবাইকেই গ্রাস করবে এতে কেনো সন্দেহ নেই এবং এ থেকে বাঁচার কোনো উপায়ও নেই। কিন্তু অকাল মৃত্যু ও অপ্রত্যাশিত মৃত্যু বড়ই বেদনাদায়ক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪৫ বৎসর। তিনি স্ত্রী, ৫ বছর বয়সী একমাত্র পুত্র, সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানা গেছে রোববার (২০ মার্চ) সন্ধ্যা ৭ টায় মোটরসাইকেল নিয়ে গাজীপুর সিটি করপোরেশনের ভাগলবাড়ি রেলক্রসিং পার হচ্ছিলেন ড. আরিফুর রহমান। এ সময় টাঙ্গাইলগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। বিজ্ঞানী ড. আরিফুরের গ্রামের বাড়ি পাবনার ঈশ্বরদী থানার অরুন খোলা এলাকায়। ড. আরিফুর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা হিনসবে সাতক্ষীরার বেনেরপাড়া এলাকায় বারির কৃষি গবেষণা কেন্দ্রের ইনচার্জ ছিলেন।
আজ ২১ মার্চ বেলা ১১ টায় জয়দেবপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ক্যাম্পাসে নামাজে জানাযা শেষে সেখানের কবরস্থানে তাকে সমাহিত করা হয়। মরহুমের জানাজায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট-এর বিজ্ঞানীবৃন্দ, কর্মকর্তা এবং কর্মচারীরা অংশগ্রহণ করেন।
মরহুমের সহকর্মীরা জানান ড. আরিফ একজন অত্যন্ত অমায়িক, সদালাপী এবং সাদামনের মানুষ ছিলেন। উত্তরা কৃষিবিদ এসোসিয়েশন এর কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেব কৃষিবিদদের নানা সামাজিক কার্যক্রমে তাঁর সক্রিয় অংশগ্রহন সকলকে সব সময় অনুপ্রেরণা জুগিয়েছে। ড.আরিফ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৫৫তম ব্যাচের একজন সাবেক শিক্ষার্থী ছিলেন।
এদিকে এই কৃষি বিজ্ঞানীর মৃত্যুতে কৃষিবিদ সমাজ গভীর শোকাচ্ছন্ন। তরুন এই বিজ্ঞানীর মৃত্যুতে তার পরিবার ও দেশের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। তার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন এগ্রিকালচারিস্টস' এসোসিয়েশন অফ বাংলাদেশ (এ্যাব) এর কেন্দ্রীয় আহবায়ক কৃষিবিদ রাশীদুল হাসান হারুন, সদস্য সচিব কৃষিবিদ প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান। তারা মরহুমের রূহের মাগফেরাত কামনাসহ তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং সেই সাথে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। মহান রাব্বুল আলামিন তাকে জান্নাত নসীব করুন।-আমিন