রাজধানী প্রতিনিধি:"রাইট হাট" বর্তমানে ১১,০০০ + মৎস্য চাষী, রিটেইলার, ডিলার, হ্যাচারী, নার্সারি অপারেটর এবং কোম্পানিসমুহের একটি বিশাল পরিবার। "রাইট হাট" এমন একটি ডিজিটাল তথ্য ভান্ডার যেখানে চাষাবাদ, পুষ্টি ও ব্যবসা সংক্রান্ত বিভিন্ন ধরনের কন্টেন্ট পাওয়া যাচ্ছে।
তিন দিন ব্যাপী (২৪-২৬ জুলাই) মেলার দ্বিতীয় দিনে এগ্রিলাইফকে এমনটাই জানালেন রাইট হাটের বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার জনাব ইসমত এনুন। মেলার ২৬ নং ষ্টলে তাদের সেবাসমূহ উপস্থাপন করছেন তারা। দেশের মৎস্যশিল্পের উৎপাদন বৃদ্ধি এবং বাজারজাতকরণকে এগিয়ে নিতে রাইট হাট গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করেন এই কর্মকর্তা।
ভার্চুয়াল জগতে থেকেই চাষী এবং কোম্পানি পরিচালকগণ বিভিন্ন ধরনের পরামর্শসেবা পেয়ে থাকেন। যার ফলে চাষীগণ সহজেই তাদের উৎপাদন বাড়াতে পারছেন এবং কোম্পানি তাদের পন্য সরাসরি ক্রেতাদের নিকট প্রচার করতে পারছেন।