বাকৃবি প্রতিনিধি:বাংলাদেশ এনিমেল হাজবেন্ড্রি এসোসিয়েশনের (বাহা) ঢাকা বিভাগ ও মহানগরের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে প্রাণিসম্পদ অধিদপ্তরের ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. শরীফুল হক ও সাধারণ সম্পাদক পদে মানিকগঞ্জ সরকারী মুরগি প্রজনন ও উন্নয়ন খামার পোল্ট্রি ডেভেলপমেন্ট অফিসার মো. তানজিবুল হাসান নির্বাচিত হয়েছেন।
বাহার কার্যনির্বাহী কমিটির সভাপতি ড. মো. নুরুল ইসলাম ও মহাসচিব ড. অসীম কুমার দাস সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৭ সদস্য বিশিষ্ট এ কমিটির বিষয়টি জানানো হয়।
কমিটিতে অনান্যদের মধ্যে সহ- সভাপতি-১ পদে সার্ক এগ্রিকালচার সেন্টারের আঞ্চলিক প্রকল্প পরিচালক ও সিনিয়র টেকনিক্যাল অফিসার ড. ইউনুস আলী, সহ-সভাপতি-২ পদে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি), ফার্মগেট ঢাকার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলী আকবর, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আমেরিকার বেনটলি ইনকর্পোরেশন কান্ট্রি ম্যানেজার ইয়াহইয়া তালুকদার ইমরান, সাংগঠনিক সম্পাদক পদে বাংলাদেশ কৃষক লীগের সদস্য কৃষিবিদ মিটন কুমার বসাক, কোষাধ্যক্ষ পদে ইনোভো এনিম্যাল হেলথের বিজনেস ডেভোলপমেন্ট ম্যানেজার শাহজালাল সরকার, দপ্তর সম্পাদক পদে প্রাণিসম্পদ অধিদপ্তরের হাওর অঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের ট্রেনিং কো-অর্ডিনেটর দীপক কুমার সরকার, মানবসম্পদ বিষয়ক সম্পাদক পদে এসিআই এ্যানিমেল হেলথ লিমিটেডের মার্কেটিং ডেভোলপমেন্ট ম্যানেজার মুহাম্মদ জিয়াউর রহমান বাদল, মহিলা বিষয়ক সম্পাদক পদে প্রাণিসম্পদ অধিদপ্তরের খামার শাখার উপপরিচালক জিনাত সুলতানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ইশতিয়াক আহমেদ পিহান, সমাজকল্যাণ সম্পাদক পদে এহতেশামুল হক আবীর নির্বাচিত হয়েছেন।
এছাড়াও কমিটিতে সদস্য হিসাবে ড. মো. হাতেম আলী, মো. আমজাদ হোসেন ভূঞা, মো.আক্তারুজ্জামান, শাহরিয়ার ফেরদৌস ভূঞা, মোহাম্মদ মুশফিকুর রহমান নির্বাচিত হয়েছেন।