
আবুল বাশার মিরাজ, ঢাকা: বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের (বিজেআরআই) মহাপরিচালক কৃষি বিজ্ঞানী ড. আবদুল আউয়াল এর মমতাময়ী মা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (২১ আগস্ট ২০২২) দুপুর ১২ টার দিকে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল" ঢাকায় লাইফ সাপোর্ট থাকাকালীন অবস্থায় ইন্তেকাল করেন। মুত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বৎসর।
পরিবার সূত্রে জানা গেছে, আজ বিকেল ০৩ ঘটিকায় বিজেআরআই জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরহুমার লাশ দাফনের উদ্দেশ্যে তাঁর নিজ বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলায় নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে জানাজা শেষে তাঁকে পারিবারিক গোরস্তানে দাফন করা হবে বলে জানা গেছে।
এদিকে মরহুমার মৃত্যুতে বাকৃবি অ্যালামনাই এসোসিয়েশন গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। তাঁর মৃতু্যতে পুরো কৃষিবিদ পরিবার শোকাহত সকলেই তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। মহান রাব্বুল আলামিন মরহুমাকে জান্নাত নসীব করুন।-আমিন



















