বরিশালে বীজ প্রত্যয়ন এজেন্সির রিভিউ সেমিনার অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে বীজ প্রত্যয়ন কার্যক্রম জোরদারকরণ প্রকল্পের আঞ্চলিক রিভিউ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ নগরীর কৃষি তথ্য সার্ভিসের হলরুমে বীজ প্রত্যয়ন এজেন্সি উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়। আয়োজক প্রতিষ্ঠানের উপপরিচালক মো. এনায়েত-ই-রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক মো. হারুন-অর-রশীদ।  

দিনব্যাপী এই সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলমগীর হোসেন, ডিএই পিরোজপুরের উপপরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম সিকদার, ডিএই ঝালকাঠির উপপরিচালক মো. মনিরুল ইসলাম, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের যুগ্ম পরিচালক ড. একেএম মিজানুর রহমান, ডিএই পটুয়াখালী জেলা প্রশিক্ষণ অফিসার মো. খায়রুল ইসলাম মল্লিক, বীজ প্রত্যয়ন এজেন্সি (এসসিএ) সহকারী আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার মো. জাকির হোসেন তালুকদার, বরিশালের জেলা বীজ প্রত্যয়ন অফিসার সঞ্জীব মৃধা, ঝালকাঠি জেলার বীজ প্রত্যয়ন অফিসার মো. অলিউল আলম, ব্রির ঊধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মীর মনিরুজ্জামান কবীর, সদরের উপজেলা কৃষি অফিসার ফাহিমা হক, পটুয়াখালীর বীজ প্রত্যয়ন অফিসার মোর্শেদা আক্তার মিমি প্রমুখ।

প্রধান অতিথি বলেন, ফসলের আশানুরূপ ফলনের জন্য বীজের ভূমিকা সবার আগে। এজন্য তা হতে হবে মানসম্পন্ন। তাই ভালো বীজের গুণাগুণ অক্ষন্ন রাখতে যা যা করণী তা অবশ্যই পালন করা দরকার। তবেই কৃষি হবে সমৃদ্ধ। পাশাপাশি কৃষকরাও লাভবান হবেন।

অনুষ্ঠানে কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, বীজ উৎপাদক ও বীজ ব্যবসায়ীসহ ৫০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।