কাজী কামাল হোসেন, নওগাঁ:নওগাঁয় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় উপজেলা বাল্য বিয়ে নিরোধ কমিটির সাথে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচী (সেল্প) এর সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে নওগাঁ সদর উপজেলা হলরুমে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
নওগাঁ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মির্জা ইমাম উদ্দিনের সভাপতিত্বে সমন্বয় সভায় বাল্য বিয়ে প্রতিরোধে করণীয় ব্র্যাকের মাঠ পর্যায়ে বিভিন্ন কার্যক্রম সহ মূল আলোচনা করেন ব্র্যাকের নওগাঁ জেলা ব্যবস্থাপক মোঃ আবু সায়েম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রফিক। বিশেষ অতিথি ছিলেন নওগাঁ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম, নওগাঁ সদর মডেল থানার থানার অফিসার ইনচার্জ ফায়সাল বিন আহসান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইলয়াস তুহিন রেজা সহ সকল ইউনিয়ন চেয়ারম্যান, ইমাম, কাজী, অধ্যক্ষ, এনজিও প্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও যুব প্রতিনিধি প্রমূখ।