নাহিদ বিন রফিক (বরিশাল): পিরোজপুরের কাউখালীতে মৃত্তিকা নমুনা সংগ্রহ, সুষম সার ব্যবহার ও ভেজাল সার সনাক্তকরণ বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলার সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের হলরুমে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের (এসআরডিআই) বিভাগীয় গবেষণাগারের উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশালের আঞলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন।
আয়োজক প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা একেএম আমিনুল ইসলাম আকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এসআরডিআইর উধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কাজী আমিনুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক, উত্তর সুবিদপুর কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রের সভাপতি বিপ্লব চন্দ্র সমদ্দার প্রমুখ।
প্রধান অতিথি বলেন, বিশ্ব পরিস্থিতির কারণে পৃথিবীতে খাদ্য সমস্যা দেখা দিতে পারে। তবে আমরা যদি স্বাভাবিকভাবে চাষাবাদ করতে পারি, তাহলে এদেশে খাবারের কোনো অসুবিধা হবে না। আর এজন্য মাটির স্বাস্থ্য ভালো রাখা দরকার। এর মাধ্যমে ফসলের উৎপাদন আশানুরূপ হবে। ফলে কৃষকরা লাভবান হবেন। দেশ হবে কৃষিতে সমৃদ্ধ।
অনুষ্ঠান শেষে ফসলি জমিতে মাটি পরীক্ষার নমুনা সংগ্রহের কৌশল বিষয়ে প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে শেখানো হয়। এতে গোপালগঞ্জ-খুলনা-বাগেরহাট-সাতক্ষীরা-পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের (এসআরডিআই অংগ) আওতাধীন ৬০ জন কৃষক অংশগ্রহণ করেন।