নাহিদ বিন রফিক (বরিশাল): পিরোজপুরের নেছারাবাদে মৃত্তিকা নমুনা সংগ্রহ, সুষম সার ব্যবহার ও ভেজাল সার সনাক্তকরণ বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহসপতিবার উপজেলার স্বরূপকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসআরডিআই বরিশালের উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আয়োজক প্রতিষ্ঠানের সদরদপ্তরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ছাব্বির হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার চপল কৃষ্ণ নাথ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের (এসআরডিআই) বৈজ্ঞানিক কর্মকর্তা সানজিদা আক্তার, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক প্রমুখ।
প্রধান অতিথি কৃষকদের উদ্দেশ্যে বলেন, মাটির স্বাস্থ্য ঠিক রেখে ফসলের উৎপাদন বাড়াতে হবে। এজন্য শস্যআবাদের আগে জমিতে পরিমাণ মতো পুষ্টি উপাদান সরবরাহ করা দরকার। তবে তা অবশ্যই জৈব এবং অজৈব সারের মিশ্রণ থাকা চাই। এর মাধ্যমে গাছ প্রয়োজনীয় খাবার গ্রহণ করতে পারবে। পাশাপাশি মাটির উর্বরতা শক্তিও ধরে রাখবে।
দিনব্যাপী এ প্রশিক্ষণে গোপালগঞ্জ-খুলনা-বাগেরহাট-সাতক্ষীরা-পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের (এসআরডিআই অংগ) আওতাধীন ৬০ জন কৃষক অংশগ্রহণ করেন।