ডিএইর কৃষি উন্নয়ন প্রকল্পের পরিচালক জাহিদুল আলমের বিদায় সংবর্ধনা

নাহিদ বিন রফিক (বরিশাল): কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর ও শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক জাহিদুল আলমের ২৯ ডিসেম্বর চাকরিকাল শেষ হবে। এ উপলক্ষে ২৬ ডিসেম্বর বরিশালের গোড়া চাঁদ রোডে প্রকল্পের নিজস্ব হলরুমে এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএই ঝালকাঠির উপপরিচালক মো. মনিরুল ইসলাম।  

বানারীপাড়ার উপজেলা কৃষি অফিসার মো. মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডিএই পটুয়াখালীর জেলা প্রশিক্ষণ অফিসার মো.খায়রুল ইসলাম মল্লিক, সহকারী আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার মো. জাকির হোসেন তালুকদার, তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং অফিসার রথীন্দ্রনাথ বিশ্বাস, উপপ্রকল্প পরিচালক সাবিনা ইয়াসমিন, ঝালকাঠির জেলা বীজ প্রত্যয়ন অফিসার মো. অলিউল আলম, ডিএই ঝালকাঠির অতিরিক্ত উপপরিচালক ইসরাত জাহান মিলি, উজিরপুরের উপজেলা কৃষি অফিসার মো. তৌহিদ, বাবুগঞ্জের উপজেলা কৃষি অফিসার মো. মামুনুর রহমান প্রমুখ।

দীর্ঘ চাকরিজীবনে সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের জন্য বক্তারা তাঁকে ভূয়শী প্রশংসা করেন।

জনাব আলম ১৯৬৪ খ্রিস্টাব্দের ০২ জানুয়ারি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার মাঝপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৮ খ্রিস্টাব্দে ঢাকার নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয় হতে এসএসসি পাশ করেন। পরে এইচএসসি পাশ শেষে কৃষিতে উচ্চতর ডিগ্রি অর্জন করে তিনি অষ্টম বিসিএসের মাধ্যমে কৃষি মন্ত্রণালয়ে চাকরিতে যুক্ত হন। প্রথমে কুমিল্লার মুরাদনগরের উপজেলা কৃষি আফিসে ১৯৮৯ খ্রিস্টাব্দের ২০ ডিসেম্বরে এসএমও হিসেবে যোগ দেন। পরে উপজেলা কৃষি অফিসার এবং উপপরিচালক পদে পদোন্নতি পেয়ে সবশেষে ০৪ ডিসেম্বর ২০১৮ খ্রিস্টাব্দে প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।