এগ্রিলাইফ২৪ ডটকম:সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ পেলেন সরকারের সাবেক সচিব কৃষিবিদ খলিলুর রহমান। অভোগকৃত অবসরোত্তর ছুটি ও এ সংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি খলিলুর রহমানকে পিএসসির সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন। সোমবার (৯ জানুয়ারি) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, দায়িত্ব নেওয়ার দিন থেকে পাঁচ বছর মেয়াদে বা তাদের বয়স ৬৫ বছর পূর্ণ হওয়ার মধ্যে যেটি আগে ঘটে, সেই সময় পর্যন্ত খলিলুর রহমান পিএসসি'র সদস্যের দায়িত্বে থাকবেন।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আ্যলামনাই কৃষিবিদ মোঃ খলিলুর রহমান ১৯৯৩ সালে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে প্রশাসন ক্যাডারের একজন সদস্য হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়, নীলফামারিতে যোগদান করেন। ভূমি ব্যাবস্থাপনার গুরুত্বপূর্ণ পদ সহকারী কমিশনার ভূমি হিসেবে ডিমলা, নীলফামারী সদর, কোতয়ালী রাজস্ব সার্কেল, ঢাকা এবং সিঙ্গাইর, মানিকগঞ্জে দায়িত্ব পালন করেন।
তিনি মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কেশবপুর, যশোর এবং চরভদ্রাসন, ফরিদপুর উপজেলায় দায়িত্ব পালন করেন। তিনি গোপালগঞ্জ জেলার জেলা প্রশাসক হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। এরপর উপসচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং উপপরিচালক, রাজউক, সহকারী ওয়াকফ প্রশাসক, ওয়াকফ বোর্ড হিসাবে দায়িত্ব পালন করেছেন। মোঃ খলিলুর রহমান ২৪ অক্টোবর, ২০১৯ তারিখে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মহাপরিচালক (প্রশাসন) হিসাবে যোগদান করেন। এরপর তিনি ঢাকা বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) থেকে পদোন্নতি পেয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
কৃষিবিদ মোঃ খলিলুর রহমান ভারতের National Center for Good Governance (NCGG) হতে Governance বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ লাভ করেন। যুক্তরাষ্ট্রের Duke University হতে Professional Development Program কোর্সে অংশগ্রহণ করেন। এছাড়া তিনি সিংগাপুরে Managing At The Top-2 (MATT-2) ট্রেনিং সম্পন্ন করেন। তিনি Survey and Settlement Training, Law and Administration, Land Management শীর্ষক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
তিনি গোপালগঞ্জের সেকাল-একাল” শীর্ষক গ্রন্থের সম্পাদনা করেছেন। এ গ্রন্থে গোপালগঞ্জ জেলার ইতিহাস-ঐতিহ্য এবং বর্তমান উন্নয়ন সম্ভাবনাকে চমৎকারভাবে তুলে ধরা হয়েছে।