নাহিদ বিন রফিক (বরিশাল): ঝালকাঠিতে তেলফসল বিষয়ক তিনদিনের এসএএও প্রশিক্ষণ শুরু হয়েছে। ১৭ জানুয়ারি শহরের খামারবাড়িতে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। এ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপপরিচালক মো. মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্পের মনিটরিং অফিসার রথীন্দ্রনাথ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন ডিএইর অতিরিক্ত উপপরিচালক (পিপি) রিফাত শিকদার, অতিরিক্ত উপপরিচালক (শস্য) ইসরাত জাহান মিলি, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. রিয়াজউল্লাহ বাহাদুর।
প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, ভোজ্যতেলের আমদানী নির্ভরতা কমাতে তেলফসলের আবাদ এবং উৎপাদন বাড়াতে হবে। এজন্য সরিষা, সূর্যমুখীসহ অন্য তেলফসলের চাষে কৃষকদের আরো উদ্বুদ্ধকরণ জরুরি। এর মাধ্যমেই অভ্যন্তরীণভাবে তেলের চাহিদা মেটানো সম্ভব।
তিন দিনের এ প্রশিক্ষণে ঝালকাঠির ৪ উপজেলার ৩০ জন উপসহকারী কৃষি কর্মকর্তা অংশ নেন।