মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (SRDI)-এর মহাপরিচালকের দায়িত্ব পেলেন মো: ছাব্বির হোসেন

এগ্রিলাইফ২৪ ডটকম:মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (SRDI)-এর মহাপরিচালকের (চলতি দায়িত্ব) পেলেন মো: ছাব্বির হোসেন। এর আগে থেকে তিনি SRDI-এর প্রধান কার্যালয়ে মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (প্রশিক্ষণ ও যোগাযোগ) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রবিবার (১২ ফেব্রুয়ারী) মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে কৃষি মন্ত্রণালয় সম্প্রসারণ-৩ অধিশাখার উপসচিব জনাবা নাসিমা খানম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানা যায়।

মো: ছাব্বির হোসেন তার সুদীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতালব্ধ জ্ঞান,মেধা ও কর্ম নিষ্ঠার মাধ্যমে SRDI-এর তথা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এই প্রত্যাশা সকলের। সকলেই নতুন মহাপরিচালকের সুস্বাস্থ ও দীর্ঘজীবন কামনা করেছেন।