বরিশালের বাবুগঞ্জে কৃষি ঋণ মেলা অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালের বাবুগঞ্জে কৃষি ঋণ মেলা অনুষ্ঠিত হয়েছে। গ৩ ১৪ মার্চ উপজেলা স্টেডিয়াম মাঠে বরিশালের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বেলুন আর পায়রা উড়িয়ে মেলা উদ্বোধন করেন। জেলা প্রশাসনের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক মো. গোলাম কিবরিয়া। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক বিষ্ণুপদ কর। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মুরাদুল হাসান এবং বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল।

উপজেলা নির্বাহী অফিসার নুসরাত ফাতিমা এবং কৃষি সম্প্রসারণ অফিসার শাহ মো. আরিফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন রাজিব, সোনালী ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক গোপাল চন্দ্র গোলদার, জনতা ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা কৃষি অফিসার মো. মামুনুর রহমান, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আনিসুর রহমান সিকদার প্রমুখ।

অনুষ্ঠান শেষে ১৫৭ জন কৃষককের মাঝে আড়াই কোটি টাকা ঋণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি এবং কৃষক মিলে পাঁচ শতাধিক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। মেলায় ৪৫ প্রতিষ্ঠানে স্টল স্থান পায়।