কাজী কামাল হোসেন,নওগাঁ: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাছ রোপনের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করার উদ্দেশ্যে নওগাঁয় বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (৫ জুন) দুপুরে স্থানীয় পরিবেশ বান্ধব সংগঠন 'প্রকৃতি'র আয়োজনে ১০০টি ফলদ, বনজ এবং ঔষধী গাছের চাড়া রোপণ করা হয়। নওগাঁ শহরের প্যারিমোহন সাধারণ গ্রন্থাগারের সামনে এবং সদর উপজেলার হাঁপানিয়া বাজারে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সামাজিক সংগঠন একুশে পরিষদের সভাপতি এ্যাড. ডিএম আব্দুল বারী, সহ সাধারন সম্পাদক শাকিরুল ইসলাম রাসেল, দপ্তর সম্পাদক এ্যাড.হাসেম আলী রঞ্জু,জেলা প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক খন্দকার আব্দুর রউফ পাভেল, আব্দুল মান্নান প্রমূখ।