নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে বিনা তিল-২ চাষ সম্প্রসারণ বিষয়ক মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে। আজ রহমতপুরের বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) উদ্যোগে প্রতিষ্ঠানের নিজস্ব ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিনার মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিনার ঊধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ছয়েমা খাতুন। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিনার পরিচালক (গবেষণা) ড. আব্দুল মালেক, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সিদ্দিকুর রহমান এবং তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. রফিকুল ইসলাম।
বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সোহেল রানার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাবুগঞ্জের উপজেলা কৃষি অফিসার মো. মামুনুর রহমান, বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা নাজমুন নাহার প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, তিল আবাদ বেশ লাভজনক। চাষে সেচের প্রয়োজন হয় না। যতœ-আত্তিও কম লাগে। বাজারমূল্য ভালো। তাই উন্নত জাত হিসেবে বিনা তিল-২ চাষ করে ভোজ্যতেলের চাহিদা পূরণে আমরা যথেষ্ট ভূমিকা রাখতে পারি। মাঠদিবসে বাবুগঞ্জের ৭০ জন কৃষক অংশগ্রহণ করেন।