শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলহত্যা দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলীয়, জাতীয় ও কালো পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। পরে আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার মাগফিরাত কামনা দোয়া মোনাজাত করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু। অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সহকারী অধ্যাপক জহুরুল ইসলাম, নজরুল ইসলাম মাস্টার, মাফুজার রহমান বাবলু, হান্নানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম মুক্তা,মোঃ ইমরান হোসেন,সাংগঠনিক সম্পাদক এ কে এম ফজলুল হক,জুলকার নাইম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাদুজ্জামান লিটন,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইয়াসিন আলী দেওয়ান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল ওয়াদুদ মুকুল,বুলবুল আহম্মেদ, ইদ্রিস আলী, সাহেব আলী, সাহাবুল ইসলাম, চোপিনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজার রহমান, আশেকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই মাস্টার, মাঝিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, চুপিনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বাচ্চু,খরনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান মামুন, আশেকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, আমরুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল হক মুক্তা, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ ঠান্ডা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ কে এম জিয়াউল হক জুয়েল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি রুবেল সরকার,সাধারণ সম্পাদক নুরুন্নবী তারেক সহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।