নাহিদ বিন রফিক (বরিশাল): ঝালকাঠির রাজাপুরে ব্রিধান ৮৭’র মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ২৬ নভেম্বর উপজেলার সাংগরে উপজেলা কৃষি অফিস এবং তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই)উপপরিচালক মো. মনিরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মোসা. শাহিদা শারমিন আফরোজ। বিশেষ অতিথি ছিলেন প্রকল্পের মনিটরিং অফিসার রথীন্দ্রনাথ বিশ্বাস এবং বরিশালের সহকারি আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার মো. জাকির হোসেন তালুকদার ।
কৃষি সম্প্রসারণ অফিসার মো. মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি অফিসার মেহেরুন্নেছা পাপড়ি, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আবুল বসার জোমাদ্দার প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, তেলফসল বৃদ্ধির জন্য উফশী আগাম জাতের আমন ধান চাষাবাদ করা চাই। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন ‘এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে ’ সেই বিষয়টি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের আহবান জানান। অনুষ্ঠানে ৫০ জন কৃষক অংশগ্রহণ করেন।