রাজধানী প্রতিনিধি: আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) থেকে শুরু হচ্ছে "৫ম আহকাব আন্তর্জাতিক মেলা ২০২৩”। বাংলাদেশে এ্যানিমেল হেল্থ কোম্পানিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (আহকাব) ৫ম বারের মতো আন্তর্জাতিক মেলা আয়োজন করতে যাচ্ছে। ইন্টারন্যাশানাল কনভেনশন সিটি বসুন্ধরা, ঢাকায় ৩ দিনের এই মেলা সকাল ১০:৩০ ঘটিকায় উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান, এমপি।
মেলায় দেশী-বিদেশী মিলিয়ে ২১৫ টি কোম্পানীর ৫৮০টি ষ্টল রয়েছে। নিম্নে ১নং হলে এক্সিবিটর কোম্পানীদের নাম অবস্থান, স্টল নং, যোগাযোগের মোবাইল নং দেয়া হইল:
এ মেলা দেশের মৎস্য ও প্রাণিজ সেক্টরের সমস্যা ও এর প্রতিকার, কারিগরি উন্নয়ন, নরিাপদ আমিষরে স্থানীয় ও আন্তর্জাতিক চাহিদা পুরণে ব্যাপকভাবে অবদান রাখবে। এ ছাড়াও এ মেলাতে পোাষা প্রাণির রোগ নিরাময় ও লালন পালনের বিবিধ তথ্য প্রদর্শন করা হবে।