এগ্রিলাইফ২৪ ডটকম: হাঁস পালন ও প্রজননের নতুন প্রযুক্তি গ্রহণে আগ্রহীকরণের লক্ষ্যে সোমবার (১৮ ডিসেম্বর) নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার পরিদর্শন করলেন গ্রাম উন্নয়ন কর্ম (গাক)’র প্রকল্পভুক্ত খামারী ও হ্যাচারী উদ্যোক্তারা। সরকারি খামার ও প্রজনন কেন্দ্র পরিদর্শনের সময় তারা হাঁস পালন ও প্রজননের সঠিক পদ্ধতি রপ্ত করে নেন। একই সাথে বিভিন্ন উন্নত প্রযুক্তি সম্পর্কে অবগত হন।
এসময় পুরো খামারের কার্যক্রম পরিদর্শন করান আঞ্চলিক হাঁস প্রজনন খামার, নওগাঁর উপ পরিচালক ডাঃ মোঃ জহুরুল ইসলাম। উক্ত পরিদর্শনে অংশ নেন গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়নাধীন পিকেএসএফ এর আর্থিক ও কারিগরি সহায়তায় পরিচালিত আরএমটিপি-পোল্ট্রি প্রকল্পের ৭জন হাঁস পালনকারী খামারী, ৩জন হ্যাচারী উদ্যোক্তা এবং প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা।