এগ্রিলাইফ২৪ ডটকম: রাজশাহীতে দুই মাস ব্যাপি কৃত্রিম প্রজনন ও পুনরুৎপাদন ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স সমাপ্ত হয়েছে। আজ সোমবার দুপুর ১২.০০টায় ব্র্যাক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত দুই (০২) মাস ব্যাপি কৃত্রিম প্রজনন ও পুনরুৎপাদন ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মসূচি ২০২৩ এর কোর্স সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতি ছিলেন রোটারিয়ান প্রফেসর ড. মে: জালাল উদ্দিন সরদার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো: সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. হুমায়ুন কবীর, উপ-উপাচার্য, রা.বি. ,প্রফেসর ড. খন্দকার মো: মোজাফফর হোসেন, ডীন, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদ, প্রফেসর ড. মোইজুর রহমান , সভাপতি , ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস, রাজশাহী বিশ্ববিদ্যাল, রাজশাহী, ডা: মো: শওকত আলি, এ.জি.এম সেলস্, ব্র্যাক এ.আই.এন্টারপ্রাইজ, ব্র্যাক প্রধান কার্যালয়, ঢাকা।
এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রফেসর ড. সৈয়দ সরওয়ার জাহান, কোর্স কো অর্ডিনেটর প্রফেসর ড. মো: আখতারুল ইসলাম, আব্দুল্লাহ আল মান্নান, ব্র্যাক, মো: জালাল উদ্দিন, ডা. আল হেলাল মন্ডল, শহিদুল ইসলাম, প্রফেসর ড. রাশিদা খাতুন, ড. আব্দুল্লাহ আল মামুন, ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ, প্রধান প্রকৌশলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন রোটারিয়ান ড. হেমায়েতুল ইসলাম আরিফ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো: হুজ্জাতুল ইসলাম। পরে গানের মাধ্যমে স্বেচ্ছাসেবীদের কথা বলেন রনি হোসাইন।
অনুষ্ঠানে সভাপতি তার বক্তব্যে বলেন তৃতীয় বিশ্বের দেশ হিসেবে আমাদের বাংলাদেশে এত সংখ্যক মানুষের আমিষের চাহিদা যোগান দিতে হলে উন্নত জাতের গরু লালন পালন করতে হবে। এই উদ্দেশ্য সফল করতে কৃত্রিম প্রজনন ও পুনরুৎপাদন ব্যবস্থাপনা ছাড়া বিকল্প নাই। তাই আমাদের মাঠ পর্যায়ে প্রচুর সংখ্যাক দক্ষ এআইএসপি প্রয়োজন। ব্র্যাক দুই (০২) মাস ব্যাপি এই প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে গাভীর কৃত্রিম প্রজননে ব্যাপক অবদান রাখছে।
অনুষ্ঠান শেষ পর্যয়ে প্রশিক্ষণে প্রথম স্থান অর্জনকারী মো: সামিউল ইসলাম, দ্বিতীয় স্থান অর্জনকারী শাজাহান আলী, তৃতীয় স্থান অর্জনকারী গোলাম মোস্তফা কে মেডেল প্রদান করেন এম. এ. মান্নান, জোনাল সেলস ম্যানেজার, কৃত্রিম প্রজনন, ব্র্যাক, পশ্চিম অঞ্চল।