এগ্রিলাইফ২৪ ডটকম: নিরাপদ পোল্ট্রি ও পোল্ট্রি জাত পণ্যের বাজার উন্নয়নে কাজ করছে নওগাঁর ঘাসফুল নামক একটি এনজিও। এ লক্ষে সংস্থাটি "নিরাপদ পোল্ট্রি ও পোল্ট্রি জাত পণ্যের বাজার উন্নয়ন শীর্ষক"-ভ্যালু চেইন, উপ- প্রকল্পের আওতায় নানা কার্যক্রম পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায় আজ সোমবার (২২ জানুয়ারি) সকাল দশটায় নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার নওহাটা মোড়ে অবস্থিত ঘাসফুল-এর RMTP প্রকল্প কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে গ্লোবাল গ্যাপ বিষয়ে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ প্রদান করেন গ্লোবাল গ্যাপ মাস্টার ট্রেইনার ডা: মো: উজ্জ্বল হোসেন। প্রশিক্ষণে মোট অংশ গ্রহণকারীর ১৯ জন পুরুষ এবং এক জন নারী সদস্য। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন আরএমটিপি প্রকল্প ব্যবস্থাপক নারায়ন চন্দ্র রায়, বিডিও মোঃ শফিকুল গনি।
PKSF এর অর্থায়নে ও কারিগরি সহায়তা, RMTP প্রকল্পের আওতায় এসব কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান সংশ্লিস্টরা।