নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালের মুলাদিতে সরিষা-বোরো-আমন ধানের প্রদর্শনী বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ মার্চ) উপজেলার পূর্ব চরকালেখানে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এই মাঠ দিবসের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার মোসাম্মৎ মরিয়ম।
উপজেলা কৃষি অফিসার মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চরকালেখান ইউনিয়নের চেয়ারম্যান মো. মিরাজ হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, রাবেয়া তানজিম রিমু প্রমুখ। মাঠ দিবসে তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতাধীন ৭০ জন কৃষক অংশগ্রহণ করেন।
মাঠ দিবসে প্রধান অতিথি বলেন, ভোজ্যতেলের ঘাটতি পূরণে সরিষাসহ অন্যান্য তেল ফসলের আবাদ এবং উৎপাদন বাড়াতে হবে। এর পাশাপাশি বোরো এবং আমন ধানের ফলন বৃদ্ধির প্রয়োজন। তাহলে আমাদের অতিরিক্ত খাদ্যের চাহিদা পূরণ হবে। পাশাপাশি আমদানি নির্ভরতা আর থাকবে না।