"কাঁকরোল বীজ" কিডনির পাথর অপসারনে যার রয়েছে অসাধারণ ঔষধি গুণ

সমীরন বিশ্বাস:অনেকে কাঁকরোল রান্নার সময় বীজগুলো বের করে ফেলে দেন। বেশী শক্ত বলে তারা এ কাজটি করে থাকেন। কাঁকরোলের বীজগুলোর উপকারিতা ও ঔষধি গুণ শুনলে আপনিও চমকে উঠবেন। এর বীজগুলো থেকে আপনি পেয়ে যাবেন কিডনির পাথর দূর করার অসাধারণ কার্যকারিতা।

কাঁকরোলের বীজগুলো কি ভাবে কাজ করে থাকে, কিভাবে সেবন করবেন এটি প্রথমে জানতে হবে। কিডনির পাথর দূর করার জন্য আপনাকে বীজগুলো প্রধমে বের করে নিতে হবে। হালকা রোদ ছায়ায় বীজগুলো ভালো করে শুকিয়ে এটাকে একদম গুড়ো করে রেখে দিন। গুড়ো একটি পরিস্কার কাঁচের জারে রেখে দিন। আর তারপর টানা ২১ দিন এই গুড়ো সেবন করুন।

হালকা গরম দুধে মিশিয়ে সেবন করুন প্রতিদিন রাতে ঘুমানোর আগে তবে রাতের খাবার খাওয়ার অন্তত তিন ঘন্টা পরে ওষুধ সেবন করতে হবে। সম্পূর্ণ ঘরোয়া টোটকা হলেও এর আয়ুর্বেদিক সত্যতা রয়েছে এবং এটি যারা সেবন করেন তাদের মূত্রাশয় বা কিডনির পাথরের জন্য কোন ধরনের অপারেশন বা সার্জারির প্রয়োজন পড়বে না পাথর অপসারণ হয়ে যাবে। কাঁকরোল খাওয়ার সময় যাতে ভালো হজম হয় সেদিকে খেয়াল রেখে খাবেন।

সারা জীবনের মতো রোগগুলো থেকে আপনি দূরে থাকতে নিয়মিত কাকরোল খান এবং কৃষিতে থাকুন। সুস্থ থাকুন।
লেখক: লিড-এগ্রিকালচারিস্ট, মদিনা টেক লিমিটেড, ঢাকা।