নাহিদ বিন রফিক (বরিশাল): তেলফসল ও অন্যান্য রবিশস্যের আবাদ বৃদ্ধিতে করণীয় বিষয়ে কৃষকদের সাথে আলোচনা সভা পটুয়াখালী সদরে অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলার বদরপুরে কৃষি অফিসের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. ফজলুল হক। উপজেলা কৃষি অফিসার মার্জিন আরা মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. খায়রুল ইসলাম মল্লিক।
উপসহকারি কৃষি কর্মকর্তা মো. জিয়াউর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য কৃষি সম্প্রসারণ অফিসার মো. এখলাছুর রহমান, এইও আসফিয়া সুলতানা, কৃষক মোসা. শাহিনুর বেগম, মো. মজিবুর রহমান সিকদার প্রমুখ।
প্রধান অতিথি বলেন, দেশের মানুষের খাবারের কথা ভেবে কোনো জমি ফাঁকা রাখা যাবে না। আর সেসব জমিতে ফসল চাষের আওতায় আনা জরুরি। আমাদের চাহিদার অধিকাংশ ভোজ্যতেল বিদেশ থেকে আনতে হয়। তাই এর আমদানিনির্ভরতা কমাতে এর আবাদ বাড়াতে হবে। তা কৃষকদের দ্বারাই বাস্তবায়ন সম্ভব। আমরা আপনাদের পাশে আছি। আলোচনা সভায় অর্ধশতাধিক কৃষক অংশগ্রহণ করেন।