
কে এস রহমান শফি, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ সদর উপজেলায় রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠান আজ সোমবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের সহযোগিতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে। ২০২২-২৩ অর্থ বছরে সরিষা, গম, ভু্ট্টা, চিনাবাদাম, সূর্যমুখী, শীতকালীন পিঁয়াজ, মুগ, মুসুর ও খেসারী চাষের জন্য এই প্রণোদনা দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত। সদর উপজেলা নির্বাহী অফিসার মাশুকাতে রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা। স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার মো. আনোয়ার সাদাত। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপ সহকারী কৃষি অফিসার এস এম মেহেদী হাসান, কৃষক চাঁদ হোসেন।
শুরুতে কোরআন তেলাওয়াত করেন কৃষি সম্প্রসারণ অফিসার মো. সাব্বির আহমেদ সিফাত, গীতা পাঠ করেন উজ্জল কুমার রাজবংশী। অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত কৃষি অফিসার এ্যামেলিয়া জান্নাত। অনুষ্ঠানে সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক সেলিম আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



















