কৃষকদের যত্নে সর্বদাই সজাগ এসিআই ক্রপ কেয়ার

রাজধানী প্রতিনিধি:কৃষকের যত্নে সর্বদাই সজাগ থাকে এসিআই ক্রপ কেয়ার। টোটাল ক্রপ কেয়ার সলিউশন দিয়ে এসিআই সকলের পাশে সবসময় সদা ব্যস্ত থাকে। বীজ থেকে শুরু করে সার ক্রপস্ কেয়ার পণ্য কমপ্লিট ক্রপ কেয়ার সলিউশন দিয়ে থাকে কোম্পানিটি। বলতে গেলে এসিআই ক্রপ কেয়ার একটি কমপ্লিট ক্রপ কেয়ার সলিউশন। এগ্রোকেমিক্যাল এর পাশাপাশি তাদের বোটানিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল প্রোডাক্টগুলো প্রদর্শিত হচ্ছে তেজগাঁও-এর এসিআই সেন্টারে এসিআই এগ্রি বিজনেস আয়োজিত এক ব্যতিক্রমধর্মী প্রদর্শনীতে।

রাজধানীর তেজগাঁওয়ের এসিআই সেন্টারে তিনদিনব্যাপি (২০-২২ ডিসেম্বর) এসিআই এগ্রি বিজনেস-এর আয়োজনে এ প্রদর্শনী পরিদর্শনকালে তাদের এসব তথ্য জানালেন এসিআই ক্রপ কেয়ার-এর দায়িত্বশীল কর্মকর্তারা। এসময় এসিআই এগ্রি বিজনেসেস-এর প্রেসিডেন্ট ড. এফ এইচ আনসারী কৃষিতে এসিআই ক্রপ কেয়ার-এর অবদানের কথা প্রদর্শনীতে আগত আমন্ত্রিত বিদেশি অতিথিদের নিকট তুলে ধরেন।

প্রদর্শনীতে এসে দেখা গেল এসিআই ফরমুলেশন অনেক চমৎকার করে তাদের স্টলটি সাজিয়েছেন। তারা এখানে বিভিন্ন মডেলকে উপস্থাপন কছেনে যা সত্যিই চমৎকার। এসব মডেল সম্পর্কে জানাচ্ছেন কৃষিবিদ সোনিয়া রশীদ।

এর উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে চিফ অপারেটিং অফিসার, ডা. মুক্তার আহমেদ সরকার এগ্রিলাইফকে বলেন, সর্ববৃহৎ কৃষি সমন্বয়কারী প্রতিষ্ঠান হিসেবে এসিআই সব সময় কৃষকের হাতে আধুনিক টেকনোলোজি তুলে দিয়ে, কৃষি ও কৃষকের এবং সর্বোপরি দেশের খাদ্য নিরাপত্তায় ভূমিকা রেখে আসছে। এসময়  জেনারেল ম্যানেজার, রিসার্চ এ্যান্ড ডেভেলপমেন্ট মি: সুবির চৌধুরী, এসিআই ক্রপ কেয়ার-এর জেনারেল ম্যানেজার (মার্কেটিং) জনাব মোঃ আবদুর রহমান সহ উর্ধতন কর্মকর্তার উপস্থিত ছিলেন।

তিনদিনব্যাপি এসিআই এগ্রি বিজনেসেস-এর প্রদর্শনীটির আজ (২১ ডিসেম্বর) দ্বিতীয় দিন যা আগামীকাল সন্ধ্যায় শেষ হবে বলে জানান আয়োজকরা।