বিশ্বের সেরা সেরা প্রযুক্তিগুলি খামারি ও উদ্যোক্তাদের মাঝে পৌঁছে দিচ্ছে এসিআই এনিম্যাল হেলথ্

রাজধানী প্রতিনিধি:পোল্টি, ডেইরি এবং ফিশ ফার্মিংয়ে অগ্রগামী থাকতে হলে প্রয়োজন ইনোভেটিভ ট্যুলস্ এন্ড টেকনোলজি। বর্তমান সময়ে প্রাণী সম্পদ সেক্টরের যে অভাবনীয় উন্নয়ন ঘটেছে এর মূলে রয়েছে আধুনিক কারিগরি প্রযুক্তির সফল প্রয়োগ। দেশের শীর্ষস্থানীয় এনিমেল হেলথ কোম্পানি এসিআই এনিম্যাল হেলথ্ সময়ের সেরা প্রযুক্তিগুলি খামারি ও উদ্যোক্তাদের মাঝে সঠিক সময়ে পৌঁছে দিচ্ছে।

কমপ্লিট সলিউশন ফর অ্যানিমেল হেলথ বলতে যা বুঝায় অর্থাৎ প্রাণিস্বাস্থ্যকে সুরক্ষা দিতে এ টু জেড সব রকম সলিউশন খামারীদের দোরগোড়ায় পৌঁছে দিতে সচেষ্ট থাকে তাদের কারিগরি টিম-এর প্রত্যেকটি সদস্যরা। সারা দেশের প্রত্যেকটি প্রান্তে তাদের প্রশিক্ষিত কারিগরি টিম সেবা দিয়ে, প্রশিক্ষণ দিয়ে খামারীদের দক্ষ করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।

রাজধানীর তেজগাঁওয়ের এসিআই সেন্টারে তিনদিনব্যাপি (২০-২২ ডিসেম্বর) এসিআই এগ্রিবিজনেস-এর আয়োজনে চলমান ব্যতিক্রমী এক প্রদর্শনী পরিদর্শনকালে এসব তথ্য জানালেন এসিআই এনিম্যাল হেলথ্ -এর এসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার ডা. মো: আতিকুর রহমান। এসিআই এগ্রি বিজনেসেস-এর প্রেসিডেন্ট ড. এফ এইচ আনসারী প্রদর্শনীতে আগত আমন্ত্রিত বিদেশি অতিথিদের তাদের কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন। আমন্ত্রিত বিদেশি অতিথিরা এসিআই এনিম্যাল হেলথ্-এর কার্যক্রম দেখে অভিভূত হন এবং তারা এসিআই এনিম্যাল হেলথ্ -এর এ ধরনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

তিনদিনব্যাপি এসিআই এগ্রি বিজনেসেস-এর প্রদর্শনীটির আজ (২১ ডিসেম্বর) দ্বিতীয় দিন যা আগামীকাল ২২ ডিসেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় শেষ হবে বলে জানান আয়োজকরা।