নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে তেলফসলের উন্নত জাত বিষয়ক মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে। আজ বাবুগঞ্জ উপজেলার আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের নিজস্ব মাঠে এই মাঠদিবসের আয়োজন করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বিমল চন্দ্র কুন্ডু।
বরিশালে তেলফসলের জাত বিষয়ক কৃষক মাঠদিবস অনুষ্ঠিতপ্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলিমুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাসমান কৃষি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মুস্তাফিজুর রহমান তালুকদার এবং প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম কিবরিয়া।
বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাহমুদুল হাসান খানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রফিকুল ইসলাম, উধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হারুন-অর-রশিদ, এসএসও ড. মো. জিয়াউর রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাহবুবুর রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক প্রমুখ।
কৃষকদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, কৃষক বাঁচলেই দেশ বাঁচবে। তাই নিজেদের ভাগ্য উন্নয়নের কথা ভেবে কৃষিকাজে আরো সম্পৃক্ত হতে হবে। এখন আর খোরপোষের কৃষি নয়। হবে বাণিজ্যিকে পরিণত। প্রতি ইঞ্চি জমির ব্যবহার নিশ্চিতকরণে মাননীয় প্রধানমন্ত্রীর আহবান বাস্তবায়নে তেলফসল রাখতে পারে অনন্য ভূমিকা। তাই এর আবাদের পাশাপাশি উৎপাদন আরো বাড়ানো দরকার। এক্ষেত্রে বারি উদ্ভাবিত জাতগুলো বেশ উপযোগী। মাঠদিবসে বাবুগঞ্জ, উজিরপুর, গৌরনদী এবং বানারীপাড়ার ৮০ জন কৃষক অংশগ্রহণ করেন।