নাহিদ বিন রফিক (বরিশাল): কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), ঝালকাঠির উপপরিচালক মো. মনিরুল ইসলাম ৯ এপ্রিল রাজাপুর ও ঝালকাঠি সদর উপজেলার বিভিন্ন ব্লকে বোরো ধানের প্রদর্শনীপ্লট পরিদর্শন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শিরিন আক্তার জাহান, ঊধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. প্রিয়লাল বিশ্বাস, ব্রির উপকূলীয় অঞ্চলে শস্যনিবিড়করণ কর্মসূচির কর্মসূচি পরিচালক ড. প্রিয়লাল চন্দ্র পাল, ঝালকাঠি সদরের উপজেলা কৃষি অফিসার আলী আহমেদ, ব্রির ঊধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. বেলাল হোসেন, এসএসও ড. দেবোজিৎ রায় প্রমুখ।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় দুই উপজেলায় ১৭৫ বিঘা জমিতে বোরো ধানের প্রদর্শনী স্থাপন করা হয়। এসব প্লটে ব্রি ধান৭৪ ও ব্রি ধান৬’র বীজ ব্যবহার করা হয়। পরিদর্শনকালে সদরের ছত্রকান্দার কৃষক আনিছ খন্দকার জানান, তারা বিগত বছরেগুলোতে এতো পরিমাণ জায়গায় বোরো আবাদ করেননি। এবার অনেক পতিত জমি চাষের আওতায় এসেছে। ধানের বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে আশানুরূপ ফলন হবে। এতে তারা আর্থসামাজিকভাবে লাভবান হবেন।
পরে উপপরিচালক ‘উপকূলীয় বরিশাল অঞ্চলে ভূ-পরিস্থ পানি সম্পদ ব্যবস্থাপনায় বোরো ধান চাষাবাদ কৌশল বিষয়ক এক কৃষক প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে তিনি বোরো ধান চাষাবাদে পানি ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় তুলে ধরে কৃষকদের পরামর্শ দেন।