কে এস রহমান শফি, সিরাজগঞ্জ থেকে: ২০২৩-২৪ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে মাসকলাই বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল সোমবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সদর উপজেলা এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধানঅতিথি ছিলেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত, বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রিয়াজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, ভাইস চেয়ারম্যান এস এম নাছিম রেজা নুর ও মহিলা ভাইস চেয়ারম্যান হাসনা হেনা। উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার মো. আনোয়ার সাদাত।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শিয়ালকোল ইউনিয়নের চেয়ারম্যান মো. সেলিম রেজা ও কাওয়াখোলা ইউনিয়নের চেয়ারম্যান মো.জিয়াউর রহমান মুন্সী। অনুষ্ঠান পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার মিশু আক্তার। কোরআন তেলাওয়াত করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মো. ইসারত আলী।
অনুষ্ঠানে ৫০০কৃষকের প্রত্যেককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেয়া হয়।