এগ্রিলাইফ২৪ ডটকম: অধিক উৎপাদনশীল গবাদিপশু উৎপাদনে এসিআই সিমেন অনন্য। হলস্টেইন ফ্রিজিয়ান থেকে শুরু করে শাহিওয়াল, রেড চিটাগাং সহ আরো অনেক জাত উন্নয়নে কাজ করছে এসিআই এনিম্যাল জেনেটিক্স। মেলায় তাদের স্টলের দায়িত্বরত কর্মকর্তারা জানিয়েছেন তাদের সিমেন দিয়ে উৎপাদিত বাছুর লালন-পালন করে খামারিরা আর্থিক সফলতার মুখ দেখছেন। এছাড়া গ্রামীণ পর্যায়ে কৃত্রিম প্রজনন কর্মীদের দক্ষ করে গড়ে কর্মসংস্থানের সুযোগ তৈরীতে এসিআই এনিম্যাল জেনেটিক্স কার্যকর অবদান রাখছে।
বৃহস্পতিবার থেকে শুরু হওয়া তিনদিনব্যাপী ৫ম আহকাব আন্তর্জাতিক মেলায় বিস্তারিত জানতে ৩ নং হলের মেজানিন ফ্লোরে যোগাযোগ করা যাবে।