ইয়ন গ্রুপে এনিমেল হেলথ ডিভিশনে চাকরির সুযোগ

এগ্রিলাইফ২৪ ডটকম:দেশের অন্যতম শীর্ষস্থানীয় কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠান ইয়ন গ্রুপ অব ইন্ডাষ্টিজের ইয়ন গ্রুপে এনিমেল হেলথ ডিভিশনে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তসহ ইমেইল (This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.)-এর মাধ্যমে আগামী ২০ নভেম্বর-এর মধ্যে আবেদন করতে হবে।

পদের দাম শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কর্মস্থল
সেলস এক্সিকিউটিভ ন্যূনতম স্নাতক (এইচএসসি-তে বিজ্ঞান বিভাগে অগ্রাধিকার) অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবে বাংলাদেশের যেকোনো স্থানে।
সিনিয়র সেলস এক্সিকিউটিভ ন্যূনতম স্নাতক (এইচএসসি-তে বিজ্ঞান বিভাগে অগ্রাধিকার) ১-২ বছরের অভিজ্ঞতা বাংলাদেশের যেকোনো স্থানে।
টেকনিক্যাল সার্ভিস এক্সিকিউটিভ ডিভিএম/এনিমেল হাজবেন্ড্রী/এমএস (ফিশারিজ/সামুদ্রিক বিজ্ঞান) সংশ্লিষ্ট ক্ষেত্রে ১-২ বছরের অভিজ্ঞতা (অভিজ্ঞতা ছাড়া আবেদন করা যাবে) বাংলাদেশের যেকোনো স্থানে।

প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী সকল যোগ্য প্রার্থীকে আকর্ষণীয় বেতন-ভাতা, সেলস্ ইনসেটিভ (প্রযোজ্য ক্ষেত্রে). জীবন বীমা, স্বাস্থ্য বীমা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি এবং কর্মজীবনে অগ্রগতি সহ অন্যান্য দীর্ঘ ও স্বল্পমেয়াদী সুবিধাদি প্রদান করা হবে।

মানবসম্পদ বিভাগ
ইয়ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
৩০৪, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
ফোন:০২-৯৮৩০৯১৫-১৮