রাজধানী প্রতিনিধি:২৫ জুন ‘২২ পদ্মা সেতুর দ্বার উন্মোচনের পর দেশের দক্ষিনাঞ্চলের সমুদ্র কন্যা কুয়াকাটায় পর্যটকদেরর ভীড় বাড়ছে। অনেকেই দক্ষিণাঞ্চলে পর্যটন শিল্পের ভবিষ্যত নিয়ে আশাবাদী হয়ে উঠছেন। পর্যটনকে এগিয়ে নিতে হলে সরকারি এবং বেসরকারি সকল পর্যেয়ে সমন্বিতভাবে ভবিষ্যত পরিকল্পনা নিয়ে এগোতে হবে।
পর্যটনকে জনপ্রিয়,আকর্ষণীয় করতে হলে প্রথমেই এগিয়ে আসতে হবে হোটেল-মোটেল, কটেজ, যানবাহন-এর সুবিধা। এবার পর্যটকদের নির্মল আনন্দ দিতে কৃষিবিদ গ্রুপ সমুদ্র কন্যা কুয়াকাটায় পাঁচ তারকা হোটেল কৃষিবিদ সী প্যালেস নির্মাণ করতে যাচ্ছে। এ লক্ষে দক্ষিণাঞ্চলে একটি আন্তর্জাতিক মানের এ পাঁচ তারকা হোটেল নির্মানে কৃষিবিদ গ্রুপের সঙ্গে কাতারের রেতাজ হোটেলস অ্যান্ড হসপিটালিটির দ্বিপক্ষীয় ব্যবসায়িক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
দ্বিপক্ষীয় ব্যবসায়িক চুক্তি অনুযায়ী কুয়াকাটায় যৌথ মালিকানায় পাঁচ তারকা হোটেল কৃষিবিদ সী প্যালেস নির্মাণ করবে দুই প্রতিষ্ঠান। রাজধানীর কৃষিবিদ গ্রুপের প্রধান কার্যালয়ে সম্প্রতি এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ চুক্তির বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কাতারের শাসক পরিবারের সদস্য শেখ নায়েফ্ ঈদি এম.টি থানি, দোহার রেতাজ হোটেলস অ্যান্ড হসপিটালিটির আঞ্চলিক পরিচালক (বিজনেস ডেভেলপমেন্ট), ড. ইসলাম ইউহারী মোহাম্মদ ফায়েক উপদেষ্টা নাসের মোহাম্মদ, কনসালটেন্ট ড.এল আলী এল. হাসান। কৃষিবিদ গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটি উপদেষ্টা ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপি, চেয়ারম্যান প্রফেসর ড. আর আই সরকার, ম্যানেজিং ডিরেক্টর ড. আলী আফজাল, উপদেষ্টা আ.ন.ম রশিদ সহ কৃষিবিদ গ্রুপের অন্যান্য উর্ধতন কর্মকর্তাবৃন্দ।
আনুষ্ঠানিকতা শেষে তারা বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া, ঢাকায় নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলী আল-কাহতানি, বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগের নির্বাহী পরিচালকের সাথে সাক্ষাৎ করেন। পরে রাজধানীর একটি অভিজাত হোটেলে চলমান বিনিয়োগ বিষয়ে এক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এমপি।
পর্যটন শিল্পের কল্যাণে একটি দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যায়। দক্ষিণাঞ্চলে আন্তর্জাতিক মানের এ পাঁচ তারকা হোটেল গড়ে উঠলে পর্যটন শিল্প বিকাশে অনেকটাই সহায়ক হবে বলে মনে করেন পর্যটন শিল্প সংশ্লিষ্টরা।