রাজধানী প্রতিনিধ:রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দশম জাতীয় এসএমই পণ্য মেলা চলছে। এতে ৩২৫টি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান (এসএমই) অংশ নিয়েছে, যার মধ্যে ৬০ শতাংশই নারী উদ্যোক্তা। মেলায় এসব প্রতিষ্ঠান চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হস্ত ও কারুশিল্পসহ বিভিন্ন ধরনের পণ্যসামগ্রী প্রদর্শন করছে।
এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে গত ২৪ নভেম্বর ১০ দিনব্যাপী এই মেলার উদ্বোধন হয়। আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত চলবে। প্রতিদিনই মেলায় এসএমই উদ্যোক্তাদের পণ্য কিনতে ভিড় করছে শত শত মানুষ। রোববার এসএমই পণ্য মেলার ছবিগুলো তুলেছেন বাপন বিশ্বাস।
স্বাগত জানাতে শুরুতেই রয়েছে এসএমই ফাউন্ডেশনের টেন্ট
বান্দরবানের রুমা উপজেলার মুনলাইপাড়া'র কাজুবাদাম খেতে চাইলে যেতে হবে কিষাণঘরে
রয়েছে নানা স্বাদের দেশীয় আচার
নিরাপদ খাদ্য উৎপাদনকারীরাও আছেন বেশ তৎপর
কৃষি যন্ত্রপাতি উৎপাদনকারীরাও তাদের উদ্ভাবিত মেশিনারিজগুলি উপস্থাপন করছেন
নিরাপদ খাদ্য নিয়ে কাজ করছে সন্ধিবাজার নামে একটি অনলাইন প্লাটফর্ম
নজরকাড়া পিতল-কাঁসার তৈজষপত্র দেখতে উৎসুক দর্শনার্থিরা
একটি স্টলে বাহারি পণ্য দেখছেন নারী ক্রেতারা
দুপুরের পর ভিড় বাড়তে শুরু করে