রাজধানী প্রতিনিধি: ইন্ডিয়ার সবচেয়ে দ্রুত বর্ধনশীল বীজ কোম্পানি VNR SEEDS PVT. LTD. -এর উৎপাদিত সবজি বীজ বাজারজাত করবে ইস্টবেঙ্গল সীড কোম্পানি। এ লক্ষ্যে উভয়ের প্রতিষ্ঠানের সাথে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
রবিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর এক অভিজাত হোটেলে ভিএনআর সীড প্রাইভেট লিমিটেড, ইন্ডিয়া এবং ভিএনআর সীড বাংলাদেশ প্রাইভেট লিমিটেড-এর ম্যানেজিং ডাইরেক্টর মি. বিমল চাওড়া এবং ইস্টবেঙ্গল সীড কোম্পানির চেয়ারম্যান কৃষিবিদ নজরুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় ভিএনআর সীড বাংলাদেশ প্রাইভেট লিমিটেড-এর বিজনেস অপারেশন হেড কৃষিবিদ মামুন-উর-রশীদ, ভিএনআর সীড প্রাইভেট লিমিটেড, ইন্ডিয়া-এর বিজনেস হেড মি: অতুল শাহ্ সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে ভিএনআর ভেজিটেবল সীডের ব্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠিত হয়। এ সময় দেশের বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ের বীজ বিজ্ঞানী, গবেষক, কৃষি মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংগনিরোধ বিভাগের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ইস্টবেঙ্গল সীড কোম্পানির পরিবেশকবৃন্দ অংশগ্রহন করেন।