আবুল বাশার মিরাজ, বাকৃবি প্রতিনিধি:দেশব্যাপী চলমান বিদ্যুৎ সংকটের ঘাটতি মোকাবেলায় লোডশেডিংয়ের জন্যে এলাকার নাম প্রকাশ করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ -২ (দক্ষিণ) ময়মনসিংহ অঞ্চল। প্রকাশিত তালিকায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নামের পরিবর্তে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় লেখা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার হয়।
ক্ষুব্ধ শিক্ষার্থীরা নাম ভুলের প্রতিবাদ জানায় এবং বিষয়টি দ্রুত সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা গ্রহণে দাবি জানান তারা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আবদুল্লাহ আল রিপন নামে এক শিক্ষার্থী বলেন, চার বছরের বিশ্ববিদ্যালয়ের জীবনে বেশ কয়েকবার দেখলাম বিভিন্ন জায়গায় ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় লেখতে। এ বিষয়ে শিক্ষার্থীরা কথা বললেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো পদক্ষেপ নিতে দেখি নি।বিশ্ববিদ্যালয় প্রশাসন আইনি ব্যবস্থা গ্রহণ না করলে এমন ঘটনা চলতেই থাকবে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডয়ের বিদ্যুৎ বিতরণ ও বিক্রয় বিভাগ -২ ময়মনসিংহ অঞ্চলের নির্বাহী প্রকৌশলী ইন্দ্রজিৎ দেবনাথ বলেন, নাম ভুল করার বিষয়টি ইচ্ছাকৃত নয়। আমাদের সাবস্টেশনে ওই অঞ্চলের ফিডারে (বিদ্যুৎ সরবরাহের যন্ত্র) "কৃষি বিশ্ববিদ্যালয়" নাম লিখা আছে। এজন্যে ঐ সাবস্টেশনের কর্মকর্তারা বিশ্ববিদ্যালয়ের নাম লিখতে ভুল করেছে। অনেক আগে থেকেই এই নাম দেওয়া আছে। এর আগে অভিযোগ আসেনি বলে পরিবর্তন করা হয়নি। আমরা দ্রুতই এ বিষয়টির সংশোধনের কাজটি সম্পন্ন করবো।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ছাইফুল ইসলাম এ বিষয়ে বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে। বিশ্ববিদ্যালয়ের নাম ভুল করার জন্যে জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের মাধ্যমে একটি প্রতিবাদ লিপি পাঠানো হবে। বিশ্ববিদ্যালয়ের নাম সঠিকভাবে প্রচার এবং জানানোর জন্যও জনসংযোগ বিভাগকে বলা হবে।