বাকৃবিতে বৃহত্তর বগুড়া জেলা সমিতির সভাপতি অধ্যাপক ড. মিনারা খাতুন, সম্পাদক শাওন

আবুল বাশার মিরাজ, বাকৃবি প্রতিনিধি:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বৃহত্তর বগুড়া ( বগুড়া ও জয়পুরহাট) জেলা সমিতির ৪৩ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মিনারা খাতুন সভাপতি এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর  শিক্ষার্থী আশিকুজ্জামান শাওন সাধারণ সম্পাদক মনোনীত হয়েছে।

রবিবার (০৪ সেপ্টেম্বর ) সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি কেীলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. শরীফ আর রাফি, কোষাধ্যক্ষ ডেইরি বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. সাদাকাতুল বারী, যুগ্ম সম্পদক মুনতাসির রাসিব, সাংগঠনিক সম্পাদক নাবিল শাহরিয়ার, সহ সাংগঠনিক সম্পাদক ফাহিম শাহরিয়ার রিফাত, ক্রীয়া সম্পাদক সাইফ মাহমুদ পলক।

প্রচার সম্পাদক হাফিজুর রহমান সিহাব, সংস্কৃতিক সম্পাদক সাদিয়া ইসলাম, দপ্তর সম্পাদক আল-আমিন অভি, সমাজকল্যান সম্পাদক জান্নাতুন নাঈম ঐশী , ত্রাণ ও দূর্যোগ সম্পাদক মামুনুর রশিদ ফাহিম, আপ্যায়ণ সম্পাদক আফরা ইয়াসমিন লুবা, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আব্দুস সবুর।

এছাড়াও কমিটিতে ১৬ জন হল প্রতিনিধি,৭ জন সম্মানিত সদস্য এবং ১ জন উপদেষ্টামন্ডলীয় সদস্য মনোনীত হয়েছে।