আবুল বাশার মিরাজ, বাকৃবি প্রতিনিধি:মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকাল আড়াই টার দিকে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের করিডোরে ওই প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার আয়োজন করে বিশ্ববিদ্যালয় শিশু-কিশোর কাউন্সিল।
চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে শিশু কিশোর কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. মো. জয়নাল আবেদিনের সভাপতিত্বে ও সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. মো. আজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক, স্কুলের শিক্ষক, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় প্রায় শতাধিক শিশু-কিশোর অংশগ্রহণ করে। শিশু-কিশোররা তিনটি গ্রুপে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতায় শিশু-কিশোররা তাদের চিত্রাঙ্কনের মাধ্যমে মনের গভীর আবেগ অনুসন্ধানে বিজয় দিবসের স্মৃতি ফুটিয়ে তুলে। তারা স্মৃতিসৌধ, বঙ্গবন্ধুর ছবি অঙ্কন, জাতীয় পতাকার ছবিসহ বিজয় দিবসের বিভিন্ন ছবি অঙ্কন করে। প্রতিযোগিতা শেষে অনুষ্ঠানের অতিথিরা বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।