বাকৃবি প্রতিনিধি"বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ বছর পূর্তির আয়োজনটি জাকঁজমকপূর্ণভাবে করতে চায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগ। আগামী ৪ ও ৫ জানুয়ারি দুই দিনব্যাপী চলবে তাদের এই আয়োজন। আয়োজনটি সফল করতে সাংগঠনিক দায়িত্ব বণ্টন করে দিয়েছে বাকৃবি শাখা ছাত্রলীগ। বাকৃবি শাখা ছাত্রলীগের এক বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ ও সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, এসব কমিটিগুলো হলো, সাজ-সজ্জা উপ-কমিটি, শান্তি শৃঙ্খলা উপ-কমিটি, আপ্যায়ন উপকমিটি, সাংস্কৃতিক উপ-কমিটি প্রভৃতি।
জানা গেছে, পাকিস্তান প্রতিষ্ঠার পর ১৯৪৮ সালের ৪ জানুয়ারি তৎকালীন ছাত্র নেতা শেখ মুজিবুর রহমান নিজ হাতে প্রতিষ্ঠা করেছিলেন এই সংগঠনটি। পরে ভাষা আন্দোলন, শিক্ষা আন্দোলন, ছয় দফা আন্দোলন, ৬৯ এর গণ আন্দোলন সর্বোপরি মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে সংগঠনটি।
প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সম্পর্কে জানতে চাইলে বাকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ বলেন, '৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বাকৃবি শাখা ছাত্রলীগের পক্ষ থেকে নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে বঙ্গবন্ধু স্মৃতি চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, বর্ণাঢ্য শোভাযাত্রা, কেককাটা, দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু কর্ণারসহ নতুন দলীয় কার্যালয়ের কাজের উদ্বোধন, রক্তদান কর্মসূচী, বৃক্ষরোপণ কর্মসূচী, দুস্থদের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি।'
বাকৃবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান বলেন, 'আমাদের প্রাণের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। প্রতিষ্ঠার পর থেকেই ছাত্রলীগ প্রতিটি গণতান্ত্রিক প্রগতিশীল সংগ্রামে নেতৃত্ব দিয়েছে এবং চরম আত্মত্যাগের বিনিময়ে বিজয় ছিনিয়ে এনেছে। এখন মুজিবকন্যা, প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার স্বপ্নের সমৃদ্ধ ডিজিটাল স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে ছাত্রলীগ, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ একতাবদ্ধ হয়ে নানা আয়োজনে মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে এবং সারাবছরই বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সকলের সহযোগিতায় আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে সদা জাগ্রত থাকবে।'