আবুল বাশার মিরাজ, বাকৃবি প্রতিনিধি:বর্ণাঢ্য শোভাযাত্রা, কেককাটা, দলীয় কার্যালয় সংস্কার উদ্বোধনসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) জাঁকজমকপূর্ণভাবে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ‘ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান, লক্ষ এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখেই এবার ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে বাকৃবি শাখা ছাত্রলীগ।
বুধবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাকৃবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে বাকৃবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ ও সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসানসহ ছাত্রলীগের বিভিন্ন হল পর্যায়ের নেতাকর্মী।
এরপর ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। এ সময় আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো ইকরামুল হক টিটু। পরে দুপুর ১২ টায় বাকৃবি শাখা ছাত্রলীগের দলীয় কার্যালয় সংস্কার ও শহীদ স্মৃতি পাঠাগারের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করা হয়।
এসময় বাকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ ও সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান বলেন, 'জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার স্বপ্নের সমৃদ্ধ ডিজিটাল স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে ছাত্রলীগ। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ একতাবদ্ধ হয়ে নানা আয়োজনে মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে। এছাড়া সারাবছরই বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের মাধ্যমে সকলের সহযোগিতায় আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে সদা জাগ্রত থাকবে বাকৃবি ছাত্রলীগ।'