যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাকৃবিতে মহান শহীদ দিবস পালিত

আবুল বাশার মিরাজ, বাকৃবি প্রতিনিধি: যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দিবসটি উপলক্ষে সকাল সাড়ে সাতটার দিকে একটি প্রভাত ফেরি বের করা হয়। বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসানের নেতৃত্বে প্রভাত ফেরিটি বিশ^বিদ্যালয়ের বৈশাখী চত্বর থেকে শুরু হয়ে শহীদ মিনারে এসে শেষ হয়।

এরপর সকাল ৮টার দিকে বাকৃবির কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এসময় শহীদদের আত্মত্যাগ ও চেতনাকে লালন করে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে শপথ পাঠ করান তিনি। পরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দোয়া ও এক মিনিটি নিরবতা পালন করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সহ বিভিন্ন রাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠন শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। বেলা ১১ টার দিকে বকিৃবি শিক্ষক সমিতির আয়োজনে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস: উচ্চ শিক্ষায় মাতৃভাষার ব্যবহার’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়া বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।