শেকৃবি প্রতিনিধি: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণ ১৪৩০ উদযাপিত হয়েছে। আজ ১৪ এপ্রিল ২০২৩ (শুক্রবার) সকাল ১০টা ৩০মিনিটে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে বেলুন ও পায়রা উড়ানোর মাধ্যমে দিবসটির সূচনা হয়।
পরবর্তীতে মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ শহীদুর রশীদ ভূঁইয়া'র নেতৃত্বে এক আনন্দ শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে এসে শেষ হয়। এরপর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোঃ ফরহাদ হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন শেকৃবি'র ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ শহীদুর রশীদ ভূঁইয়া, ট্রেজারার অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম, শেকৃবি ছাত্রলীগের সভাপতি এস এম মাসুদুর রহমান মিঠু ও সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান।
ভাইস-চ্যান্সেলর তাঁর বক্তব্যে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এ উৎসব সার্বজনীন। সকল ধর্মের, সকল বর্ণের মানুষ বর্ষবরণ উৎসবে মেতে উঠেন। বাঙালির চিরায়ত আবাহন যেন নতুন করে সবাইকে জাগিয়ে তুলে। আজকের আনন্দের এ দিেেন বাংলা নববর্ষ আমাদের আনন্দের বার্তা বয়ে নিয়ে আসুক এবং যা কিছু দুঃখ বেদনা সেগুলো দূর করে নিয়ে যাক।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ এর ডিন অধ্যাপক ড. অলোক কুমার পাল, গবেষণা পরিচালক অধ্যাপক ড. মোঃ আব্দুর রাজ্জাক, ড. এম এ ওয়াজেদ মিয়া গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আলী, আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. মো: আসাদুজ্জামান খান, ইন্সটিটিউট অব সীড টেকনোলজি এর পরিচালক অধ্যাপক ড. মো: ইসমাইল হোসেন, প্রভোস্ট কাউন্সিলের আহবায়ক অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোঃ ফরহাদ হোসেন, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুল হক কাজল, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোঃ মোফাজ্জল হোসাইন, প্রক্টর অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ, শেকৃবি ছাত্রলীগের নেতৃবৃন্দসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।