আবুল বাশার মিরাজ, বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু শুধু একজন ব্যক্তি নয়, একটি আদর্শ। তিনি দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় সারাজীবন ব্যয় করে গেছেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান নামের সঙ্গে মিশে আছে বাঙালির আশা-আকাঙ্ক্ষা ও স্বপ্ন পূরণের ইতিহাস। বাংলাদেশের স্বাধীনতা ও শেখ মুজিবুর রহমান এই দুটি শব্দ একটি আরেকটির পরিপূরক। বঙ্গবন্ধু সতত-সমুজ্জ্বল, সর্বত্র বিরাজমান।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে বাকৃবি বঙ্গবন্ধু স্মৃতি চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৮ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর তিনি এসব কথা বলেন।
এরপর জাতীয় দিবস উদযাপন কমিটি, প্রক্টরিয়াল বডি, শিক্ষক সমিতিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক হারুন অর রশিদ, ডিন কাউন্সিলের আহ্বায়ক আধ্যাপক ড. মো আবুল মনসুর, প্রক্টর অধ্যাপক ড. মো আজহারুল ইসলাম প্রমুখ।